শিক্ষার মানোন্নয়নে কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়ে উঠেছে চাঁদখানা বুড়ীরহাট এইউ দাখিল মাদরাসা। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার আওতাধীন এই মাদরাসাটি দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও একাডেমিক শিক্ষায় এগিয়ে রাখছে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট মোঃ বাদশা আলী বলেন, “আমরা শুধু ভালো ফলাফলের পেছনে ছুটি না, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টাও করি। নিয়মিত পাঠদান, কুইজ, বিতর্ক, এবং ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও জানান, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও অভিভাবক অংশগ্রহণ নিশ্চিত করে একটি সুশৃঙ্খল ও মননশীল শিক্ষা পরিবেশ তৈরির চেষ্টা চলছে।
অবকাঠামোসহ অন্যান্য চাহিদা পূরণে সরকারি সহযোগিতার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতাও আশা করেন তিনি।
উল্লেখ্য, মাদরাসাটিতে প্রতিবছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত