শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আওতাধীন খারিজা গোলনা দীঘির পাড় দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি এলাকার মেয়েদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাফফর রহমান বলেন, "আমরা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করেছি। নিয়মিত ক্লাস নেওয়া, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার মাধ্যমেই আমরা শিক্ষার মান ধরে রেখেছি।"
তিনি আরও জানান, বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছরই ফলাফল সন্তোষজনকভাবে উন্নতি করছে।
বিদ্যালয়টি এখন এলাকাবাসীর আশা-ভরসার প্রতীক হয়ে উঠেছে। সুষ্ঠু পরিবেশ ও যোগ্য শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার গুণগত মানে অন্য অনেক প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে রয়েছে এই বিদ্যালয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত