নীলফামারী সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত নতিবাড়ী উচ্চ বিদ্যালয়। অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা থাকলেও শিক্ষার গুণগত মানে প্রতিষ্ঠানটি তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতায় বিদ্যালয়টি শিক্ষাঙ্গনে একটি মডেল রূপে পরিচিতি লাভ করেছে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরুন কুমার রায় বলেন, "আমরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ শেখানোর উপর গুরুত্ব দিচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত চেষ্টায় আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে নিরলস পরিশ্রম করছি।”
বিদ্যালয়ের ফলাফল ও সহপাঠ কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করেছে। প্রতিবছর পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল এবং সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জনের মধ্য দিয়ে নতিবাড়ী উচ্চ বিদ্যালয় হয়ে উঠেছে এলাকার শিক্ষার গর্ব।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত