নীলফামারী জেলার আওতাধীন ডোমার উপজেলায় টি.আর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) এবং কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের সুফল এখন দৃশ্যমান। সড়ক সংস্কার, খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ ও অবকাঠামোগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতে এই প্রকল্পগুলোর অর্থ ব্যয় করায় গ্রামীণ জনগোষ্ঠী সরাসরি উপকৃত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জিয়াউর রহমান জানান, “মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকার গ্রামীণ উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। ডোমার উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রয়োজন অনুসারে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী টেকসই অবকাঠামো নির্মাণ ও সংস্কারের জন্য আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করে চলেছি।”
তিনি আরও বলেন, “এ বছর প্রায় শতাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও কালভার্টগুলো পুনঃনির্মাণ হয়েছে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।”
এছাড়াও, স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রকল্পগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।
সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সরকারের এই ধরনের প্রকল্প বাস্তবায়নের ফলে ডোমার এখন আগের চেয়ে অনেক উন্নত ও সচল।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত