প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৯:১৮ এ.এম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মো: নিজাম
বায়োজিদ থানা,
স্বেচ্ছাসেবক দলের
সিনিয়র যুগ্ম আহ্বায়ক
পাব়ভেজ আহমেদ,
আতংকের আরেক নাম কিশোর
গ্যাং শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল মিথ্যা তথ্য দিয়ে নানা নিউজ প্রকাশ করেছেন যা সংবাদ পএের অসম্মানীকর ও ব্যক্তির চরম ইজ্জত হানীকর ঘটনার মত।
চট্টগ্রাম ডেইলি আলোকিত প্রতিদিন
প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট ভিওিহীন ও মনগড়া উদ্দেশ্য প্রণোদিত একটি চিহ্নিত কুচুক্তি মহল যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বায়েজিদ থানা মানুষ মানববন্ধন করেছে যা দৈনিক পূর্বকোণ 3 জুলাই ২০২৫,দৈনিক প্রথম আলো 3 জুলাই ২০২৫,পএিকায় নিউজ হয়েছে তাদের বিরুদ্ধে কিশোর গ্যাং লিষ্টে সিএমপিতে প্রথম সারিতে তাদের নাম রয়েছে তারা সরকারি দলের নাম বিক্রি করে এবং স্হানীয় এক আওয়ামিলীগ নেতার আশ্রয় প্রশ্রয়ে দীর্ঘদিন যাবত অএ এলাকাকে জিম্মি করে মাদক ব্যবসা এবং কিশোর,গ্যাং লালন পালন করে আসছিলো,একটা সময় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে মানববন্ধন করেছে পরবর্তীতে বিশাল পরিমাণ মাদক সহ প্রশাসন তাদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে,পূর্নরায় বের হয়ে আবারও আগের কর্মকান্ডে জড়িয়ে পড়েছে ওই মহলটি নিজেদের আধিপত্য জাগান দেওয়ার জন্য সমাজে প্রতিনিয়তই তারা ত্রাস সৃষ্টি করে চলছেন,
আর এগুলো নিয়ে কথা বলতে গিয়ে আজ আমি প্রতিহিংসার শিকার,আমি বর্তমানে সমাজের একজন প্রতিনিধি কিশোর গ্যাং,মাদক ব্যবসা,
সমাজ থেকে দুর করতে সমাজের কাছে এলাকা বাসির কাছে প্রশাসনের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
তাই আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা বানোয়াট ও ভিওিহীন সংবাদ প্রচার করেছে
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
ভুক্তভোগী,মোঃদিল আহমেদ পারভেজ
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩