এ এস খোকন ভূরুঙ্গামারী কুড়িগ্রামঃ সেবার ব্রতে চাকরি এ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জুন ২০২৫ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনলাইনে আবেদন শুরু ১ জুলাই শেষ ২৪ শে জুলাই ২০২৫। এ প্রসঙ্গে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ তাঁর “ভূরুঙ্গামারী থানা”ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক বার্তা প্রকাশ করেছেন। তিনি ভূরুঙ্গামারীবাসীকে উদ্দেশ্য করে বলেছেন, নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে আবেদনকৃত প্রার্থীগন যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হবেন। নিয়োগ ক্ষেত্রে কোন আর্থিক লেনদেন এর ফাঁদে পড়ে প্রতারিত হবেন না। কেউ পুলিশ নিয়োগ এর জন্য আর্থিক লেনদেনের প্রলোভন দিলে অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানা অথবা পুলিশ সুপার কুড়িগ্রাম মহোদয়কে অবহিত করুন। এই নিয়োগ স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। পুলিশ সুপার কুড়িগ্রাম এ বিষয়ে দৃঢ় অঙ্গীকার বদ্ধ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত