নিজেস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সেবা দিতে ছাত্রদলের উদ্যোগে স্থাপন করা হয়েছে হেল্প ডেক্স । বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ভুরুঙ্গামারী সরকারি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজের সামনে এ হেল্প ডেস্ক এর কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে কলম ও খাবার পানি বিতরণ করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য প্যান্ডেল তৈরি করে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করা হয়। ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা, পানি সরবরাহ ও তথ্য সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা অভিভাবকরা যাতে কোনো বিড়ম্বনার শিকার না হন, সেজন্য আমাদের এই আয়োজন। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত এ ধরনের সহায়তামূলক কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত