শিক্ষার গুণগত মানে ক্রমেই অগ্রসর হচ্ছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কিশোরীগঞ্জ সরকারি কলেজ। উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যায় পর্যন্ত পাঠদানরত এ কলেজে নিয়মিত ক্লাস, অভিজ্ঞ শিক্ষকের পাঠদান, পরীক্ষার স্বচ্ছতা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের কারণে প্রতিষ্ঠানটির সার্বিক মান উন্নত হয়েছে। ফলাফল, উপস্থিতি ও নৈতিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন এসেছে সাম্প্রতিক বছরগুলোতে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম বলেন,
“আমরা শুরু থেকেই শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সচেষ্ট। শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক – সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোরীগঞ্জ সরকারি কলেজ আজ এক অনন্য উচ্চতায়। ভবিষ্যতে এই মান ধরে রাখার পাশাপাশি আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
শিক্ষার্থীদের জন্য পাঠদানের পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষায় উদ্বুদ্ধ করার উদ্যোগও নিচ্ছে প্রতিষ্ঠানটি। উপজেলার শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে কিশোরীগঞ্জ সরকারি কলেজ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত