নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নে অবস্থিত বাবড়ীঝাড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মানে তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে রয়েছে। ফলাফলের ধারাবাহিকতা, নিয়মিত পাঠদান ও শৃঙ্খলার দিক দিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয়দের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক বলেন “আমরা শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দেই না, পাশাপাশি তাদের নৈতিকতা, আচরণ ও মূল্যবোধ গঠনের ওপরও গুরুত্ব দেই। একজন শিক্ষার্থী যেন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠে, সেটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“শিক্ষার মান ধরে রাখতে আমরা নিয়মিত শিক্ষকদের নিয়ে আলোচনা করি, শ্রেণিকক্ষে মনিটরিং বাড়ানো হয়েছে এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে পাঠদানে বিভিন্ন কৌশল ব্যবহার করা হচ্ছে।”
“আমরা বিশ্বাস করি, শিক্ষকদের আন্তরিকতা আর ছাত্র-ছাত্রীদের নিষ্ঠাই একটি প্রতিষ্ঠানের মূল শক্তি। সেই জায়গা থেকেই বাবড়ীঝাড় স্কুল আজ এই অবস্থানে।”
এই মনোভাব আর নিরলস প্রচেষ্টার মাধ্যমেই প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত