তরিকুল ইসলাম, রংপুর
জুন মাসের ৩য় রবিবার বাবা দিবস। সেই হিসেবে এবারের বাবা দিবস পালিত হচ্ছে ১৫ জুন। বছরের এই বিশেষ দিনটি আমাদের জীবনে বাবার অপরিহার্য অবদানকে স্মরণ করিয়ে দেয়। বাবা, যিনি নীরবে, নিভৃতে আমাদের মাথার ওপর বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য সুযোগ এই দিনটি।
বাবা মানে শুধু একজন ব্যক্তি নন, বাবা মানে নির্ভরতা, নিরাপত্তা আর অফুরন্ত ভালোবাসার এক আধার। সমাজে বাবার ভূমিকা প্রায়শই আড়ালে থেকে যায়। মায়ের মমতা যেমন দৃশ্যমান, বাবার ভালোবাসা তেমনি গভীর সমুদ্রের মতো অতলস্পর্শী, যা হয়তো সব সময় চোখে পড়ে না, কিন্তু যার গভীরতা অপরিমেয়।
আমাদের ছোট ছোট আবদার পূরণ থেকে শুরু করে জীবনের বড় বড় সিদ্ধান্ত গ্রহণে, বাবা সব সময় পাশে থাকেন একজন নির্ভরযোগ্য বন্ধু, পথপ্রদর্শক ও উপদেষ্টার ভূমিকায়।
অনেক বাবাই নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন পূরণে নিরন্তর সংগ্রাম করে যান। দিনরাত কঠোর পরিশ্রম করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তারা সব ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন। যখন আমরা হোঁচট খাই, বাবা তখন হাত বাড়িয়ে দেন; যখন আমরা সফল হই, বাবা তখন নীরবে আনন্দাশ্রু ফেলেন। তার শাসন হয়তো কখনো কঠোর মনে হতে পারে, কিন্তু সেই কঠোরতার পেছনে থাকে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুদূরপ্রসারী ভাবনা।
আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বাবার ভূমিকা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। কর্মজীবনের চাপ, পারিবারিক দায়িত্ব এবং সন্তানের বেড়ে ওঠায় সঠিক নির্দেশনা দেওয়া—এই সবকিছু বাবা অত্যন্ত দক্ষতার সাথে সামলে চলেন। আধুনিক বাবা একদিকে যেমন সন্তানের বন্ধুর মতো মিশে যান, অন্যদিকে তেমনি শৃঙ্খলার গুরুত্বও বোঝান।
আসুন, এই বাবা দিবসে আমরা সবাই আমাদের বাবাদের প্রতি সম্মান জানাই। যারা এখনো বাবাকে কাছে পেয়েছেন, তারা এই দিনটিতে বাবাকে বিশেষভাবে সময় দিন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর যাদের বাবা আজ আমাদের মাঝে নেই, তারা তার স্মৃতিচারণ করুন এবং তার দেখানো পথে চলার শপথ নিন। প্রতিটি বাবার আত্মত্যাগ, ভালোবাসা আর নিঃস্বার্থ পরিশ্রমকে স্বীকৃতি জানানোর এই দিনটি সত্যিই বিশেষ।
সব বাবার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। "শুভ বাবা দিবস"
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত