সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় টিআর (ট্রান্সফারড রেসোর্স), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্প বাস্তবায়নের ফলে নীলফামারী সদর উপজেলায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। উন্নয়ন কর্মকাণ্ডে প্রাণচাঞ্চল্য ফিরেছে গ্রামীণ জনপদে, বেড়েছে সাধারণ মানুষের জীবনমান।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাঁচা রাস্তা পাকাকরণ, ব্রিজ-কালভার্ট নির্মাণ, খাল খনন ও কৃষিজ জমির সেচ ব্যবস্থার উন্নয়নে এসব প্রকল্প বাস্তব ভূমিকা রাখছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয় শ্রমজীবী মানুষগুলোও পাচ্ছেন স্বস্তি।
নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শ্রী বাবুল চন্দ্র রায় বলেন,
“সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকল্প বাস্তবায়নে কাজ করছি। টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের প্রতিটি কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। যার ফলে গ্রামে-গঞ্জে অভাবনীয় উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। সাধারণ মানুষ এখন এসব প্রকল্পের সুফল পাচ্ছেন। বিশেষ করে বর্ষার আগে রাস্তা উন্নয়ন, খাল খনন ও পানি নিষ্কাশনের কাজগুলো জনগণের দুর্ভোগ কমিয়েছে।”
তিনি আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে প্রকল্প বাছাই ও বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে যেন প্রকৃত প্রয়োজন অনুযায়ী উন্নয়ন হয়।
উল্লেখ্য, শুধু অবকাঠামো উন্নয়নই নয়—এই প্রকল্পগুলোর মাধ্যমে বেকার মানুষের জন্য সাময়িক কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় পরিবারিক আর্থিক ভারসাম্য রক্ষা সম্ভব হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আগে যেখানে বর্ষা এলেই চলাচলে ভোগান্তি হতো, এখন সেখানে উন্নত রাস্তায় স্বাচ্ছন্দ্যে যাতায়াত সম্ভব হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে নীলফামারী সদর উপজেলা অচিরেই একটি মডেল উপজেলায় রূপ নেবে বলে মনে করছেন তারা।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত