প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ১১:০৯ এ.এম
ধর্ম গোপন রেখে প্রেমের ফাঁদ-বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর অনশন

তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ২৯ বছর বয়সী এক মুসলিম নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার ধুপিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ জুন) সকাল থেকে শ্যামেরঘন গ্রামের বাসিন্দা দীনেশচন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্রের বাড়িতে অবস্থান করছেন ওই নারী। তার নাম তানজিলা আক্তার, বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা এলাকায়।
ভুক্তভোগীর অভিযোগ, ঢাকায় একটাি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে ২০১৪ সালে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে উজ্জ্বল তাকে মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ের প্রতিশ্রুতি দেন। দুই বছর ধরে নানা সময় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে দাবি করেন তানজিলা। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজন দেখিয়ে উজ্জ্বল তার কাছ থেকে ৯ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন বলেও অভিযোগ তার।
তানজিলা আরও বলেন, ‘সম্প্রতি বিয়ের কথা বললে উজ্জ্বল তার পরিবারের চাপে পড়ে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারণা ও অবহেলার শিকার হয়ে আমি বাধ্য হয়ে তার বাড়িতে এসে অনশন শুরু করেছি।’
উজ্জ্বল চন্দ্রের শাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘এ নিয়ে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩