প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৫, ৭:৪৫ পি.এম
বাঁশখালীর সাধারণ ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

আজ (১২জুন ২০২৫) বৃহস্পতিবার দুপুরে বাঁশখালীর সাধারণ ছাত্র সমাজ নামক সংগঠনের ডাকে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাধারণ ছাত্র সমাজের পক্ষ হতে প্রশাসনের কাছে, অভিযুক্ত প্রবীর চৌধুরীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করাসহ বেশকয়েকটি দাবি পেশ কর হয়।
আল্লাহ ও তাঁর রসূল (সা.)- এর শানে অবমাননাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা রুজু ও গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ সহ রাষ্ট্রীয়ভাবে ব্ল্যাসফেমি আইনে রাষ্ট্র পক্ষ থেকে মামলা করতে হবে।
আগামী এক মাসের মধ্যে নবী অবমাননাকারী প্রবীর চৌধুরীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে মনিটরিং ও কড়া নজরদারি বৃদ্ধি করতে হবে। সরকারিভাবে এ ধরনের অপরাধ দমনে বিশেষ আইন ও ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর অর্গানাইজার মাওলানা এমদাদ উল্লাহ, আহ্বায়ক এ কে আর তালেব, সদস্য সচিব এইচ এম আব্বাস খান, সিনিয়র সদস্য রহিম উল্লাহ রিয়াদ, মাহমুদুল হাসান ত্বকী, সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন রাফি প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন যে,আমরা বাঁশখালীবাসী চরম ক্ষোভ ও ব্যথার সঙ্গে লক্ষ্য করছি , প্রবীর চৌধুরী নামে এক উশৃঙ্খল ও উগ্রচিন্তাধারার ব্যক্তি আমাদের দ্বীন ইসলামের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিরুদ্ধে অবমাননাকর ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) এর নামে কুরুচিপূর্ণ মন্তব্য কটূক্তিপূর্ণ বক্তব্য প্রদানে লিপ্ত হয়েছে।
এ ধরনের বক্তব্য কেবল ধর্মীয় অনুভূতির উপর আঘাত নয়, বরং সমাজে চরম বিদ্বেষ, উসকানি ও সহিংসতার জন্ম দিতে পারে।তাই অভিযুক্ত প্রবীর চৌধুরীকে ফাঁসি দিতে হবে। যাতে ভবিষ্যতে বাঁশখালীতে যেন কেউ (মহানবী সাঃ)এর শানে বেয়াদবির দুঃসাহস নাদেখায়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩