প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৫, ১১:০৭ এ.এম
শেরপুর -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান এর সার্বিক সহযোগিতায় গবাদি পশুকে বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে বন্যা পরবর্তী গবাদি পশুর জন্য বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায় শেরপুর -৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান এর সার্বিক সহযোগিতায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে বন্যা পরবর্তী গবাদি পশুর জন্য বিনামূল্যে ভ্যাকসিন, ওষুধ ও ভেটেরিনারি সেবা প্রদান করে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আইআরডিএস)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রউফ শ্রীবরদী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মেহেদী হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন । প্রায় ২৫০ জন খামারির গবাদি পশুর জন্য বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ এবং ভ্যাকসিন প্রদান করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টির পাঁচ জন ফ্যাকাল্টির ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রমে অংশ নেন এবং খামারিদের গবাদি পশুর বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি এবং রোগ প্রতিরোধ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
চিকিৎসা প্রদানকারী টিমের প্রধান সমন্বয়ক ডা. নেপাল চন্দ্র বর্মন বলেন, তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এবং ভবিষ্যতে নিয়মিত অংশগ্রহণ করতে চান। তিনি আরও বলেন যে, এ ধরনের প্রোগ্রাম গ্রামীণ জনগোষ্ঠীর গবাদি পশু লালন-পালনের আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যা তাদের রোগ প্রতিরোধে সক্ষম করে এবং অতিরিক্ত আয় অর্জনের সুযোগ সৃষ্টি করে। এর ফলে তাদের জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
এই উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, মেডিক্যাল কোয়ালিশন ক্যালিফোর্নিয়া এবং ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল ফ্রেন্ডশিপ ইনকর্পোরেশন সহযোগিতা করে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আইআরডিএসের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং মাহফুজুর রহমান প্রতিনিধিতে বলেন ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩