প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৫, ৩:২৯ পি.এম
মহানবী (সা:) কে কটুক্তি করায় বাঁশখালীতে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী গ্রেফতার।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীর চাম্বল ২নং ওয়ার্ড চৌধুরী পাড়ার প্রবীর চৌধুরী নামে এক পল্লীচিকিৎসক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের শ্রেষ্ট মানব, মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে বাজেভাবে কটুক্তির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় চাম্বলে বিক্ষুদ্ধ জনতার মধ্যে চরম অস্থিরতা বিরাজ করলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম ও থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম সাহেব সরেজমিনে গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে তার (অভিযুক্ত) বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং অশান্ত উত্তপ্ত পরিবেশকে শান্ত করেন।
এ দিকে এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক প্রবীর চৌধুরী কিছুক্ষণ পালিয়ে আত্মগোপনে থাকলেও শেষ রক্ষা হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমাজের নেতৃত্বদানকারী কয়েকজন সম্মানিত ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করে বলেন, বাঁশখালী আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্মকর্তা ও সদস্যগণ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং গভীর রাতে ঘটনাস্থলে ছুটে গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করায় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমকে ধন্যবাদ দিয়ে বলেন, যেকোন কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মত সৎ সাহস ও যোগ্যতা রয়েছে আমাদের ইউএনও মহোদয়ের। সেই সাথে বাঁশখালী থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর বাঁশখালীতে কর্মরত অফিসারদের ধন্যবাদ জানাইছেন। বড় ধরণের অঘটন ঘটার পূর্বেই তারা দায়িত্ব পালন করেছেন। একজন কুলাঙ্গারকে আইনের আওতায় নিয়ে এসেছেন।
সাধারণ ছাত্র জনতা বলেন, এখন দেখতে হবে, কার ইন্দনে ও ইশারায় শান্ত বাঁশখালীকে অশান্ত করতে এই ইসকন সদস্য প্রিয় নবীজী (দ:) ও আমাদের নবীর পরিবার নিয়ে কটুক্তি করলেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩