প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৫, ১১:১৪ এ.এম
চৌহালীর সম্ভুদিয়া স্কুলে ১৯৯২ ব্যাচের প্রথম পুনর্মিলনী, ফিরে দেখা ফেলে আসা দিন।

সাত্তার আব্বাসী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সময় বয়ে যায়, স্মৃতি থেকে যায়। সেই স্মৃতিই একদিন ডেকে আনে সবাইকে একত্রে ভালোবাসা, বন্ধন আর ফিরে পাওয়ার আনন্দে। এমনই এক আবেগঘন দিন ছিল ২০২৫ সালের ৯ জুন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এসএসসি ১৯৯২ ব্যাচের প্রথম পুনর্মিলনী।
সকাল ১০টায় বিদ্যালয়ের নতুন ভবনের হলরুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই দিনব্যাপী মিলনমেলা। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন প্রাক্তন বন্ধুরা কেউ শিক্ষক, কেউ পেশাজীবী, কেউ আবার জীবনের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত যোদ্ধা। তবে সবার মুখে ছিল চেনা সেই হাসি, আর হৃদয়ে একটাই আবেগ—ফেলে আসা দিনগুলোর আলোছায়ায় হারিয়ে যাওয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাহহার সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. মোকলেছুর রহমান। পুরো আয়োজনের সমন্বয়ে ছিলেন মো. হান্নান মোর্শেদ রতন ও সোবহান সরকার।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিয় শিক্ষকবৃন্দ আলহাজ্ব মাওলানা মো. আবুল কাশেম, শফিউল আলম রাজ্জাক, আব্দুর রাজ্জাক, আব্দুস ছামাদ আনসারী, শাহাদাৎ হোসেন ও জহুরুল ইসলাম। তাঁদের উপস্থিতি মিলনমেলাটিকে করে তোলে আরও আবেগময় ও সম্মানমণ্ডিত।
অনেকেই বক্তব্যে বলেন এই পুনর্মিলনী শুধু দেখা হওয়ার আয়োজন নয়, বরং এটি ছিল এক ধরনের আত্মিক ফিরে পাওয়া। কেউ স্মরণ করেন নদীভাঙনে হারিয়ে যাওয়া শিকড়, কেউ স্মরণ করেন শিক্ষকের শাসনে লুকিয়ে থাকা মমতা, কেউ বা নিঃশব্দে খুঁজে ফিরেছেন সেই পুরনো বেঞ্চ, মাঠ আর ঘণ্টার শব্দ।
মুহূর্তগুলো যেন আবার ফিরে এলো ছুটির বেল, প্রার্থনার সারি, খেলাধুলার কোলাহল, ক্লাসে শিক্ষকের মুখ, আর বন্ধুর কাঁধে ভর দিয়ে গড়া স্বপ্নের পথচলা।
অংশগ্রহণকারীদের চোখেমুখে একটাই উপলব্ধি এই পুনর্মিলনী কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি বন্ধুত্ব, কৃতজ্ঞতা ও স্মৃতির এক স্থায়ী আবাসস্থল। যা আগামী প্রজন্মের কাছে হয়ে থাকবে প্রেরণার এক অনন্য নিদর্শন।
সাত্তার আব্বাসী
০৯.০৬.২০২৫ ইং।
০১৭১১৪৭৫৭৫২।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩