নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদ আলম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির ঐক্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এই ঈদ আমাদের ধৈর্য, সহনশীলতা এবং আত্মত্যাগের শিক্ষা দেয়। আমি কুন্দুপুকুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাই এবং আল্লাহ যেন আমাদের সকল ত্যাগ কবুল করেন, সেই দোয়া করি।”
তিনি আরও বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভাগাভাগি করে নেওয়ার সৌন্দর্য। এই পবিত্র দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিত।”
তিনি সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত