নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আওতাধীন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুবাস চন্দ্র রায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকল মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে তার বার্তায় বলেন, ঈদুল ফিতরের এই আনন্দময় দিনে আল্লাহ তাআলা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। তিনি আরো বলেন, ঈদের শিক্ষা আমাদের একে অপরকে ভালোবাসা ও সহানুভূতির সাথে বসবাস করতে উৎসাহিত করে।
প্যানেল চেয়ারম্যান সুবাস চন্দ্র রায় সকলের প্রতি ঈদের এই শুভ দিনটি আনন্দময়, পবিত্র ও সুখের কাটানোর জন্য দোয়া করেছেন। তিনি শিমুলবাড়ী ইউনিয়নের সকল বাসিন্দাকে ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত