এম এইচ কামাল বাকেরগঞ্জ: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।
গর্ব আর শোকের এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে জাতি, যার সূচনা হয়েছে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে।এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেছে বাস্তবতায় ভিন্ন এক প্রেক্ষাপটে। প্রতি বছরের ন্যায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সুশৃংখল আয়োজনটি করেন বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ।
একুশের প্রথম প্রহরে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ ও সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদারের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।মহান একুশের প্রথম প্রহরে বাকেরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান বাকেরগঞ্জের সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপি'র তরফ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় শ্রদ্ধা জানানোর পর্ব।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়, শ্রদ্ধা জানান বাকেরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, বাকেরগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, এরপর একের পর এক বাকেরগঞ্জের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানান।বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বসাধারণ। একুশের চেতনা ছড়িয়ে যাক
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত