

বাঁশখালীতে "জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা চট্টগ্রাম বাঁশখালী উপজেলা পরিষদের মাঠে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়র পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে
বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিজ্ঞান মেলা পরিদর্শন করেন, মোঃ নোমান হোসেন, উপ-পরিচালক (সচিব) স্থানীয় সরকার মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগ, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। সহকারী কমিশনার (ভূমি)মোঃ জসিম উদ্দিন। কৃষি কর্মকর্তা আবু সালেক, যুব উন্নয়ন কর্মকর্তা কর্মঠ অফিসার মো: শওকতুজ্জামান, উপজেলা ইঞ্জিনিয়ার ফাহাদ বিন মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলিকা সরকার। পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা, মোঃ মোবারক হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। মোঃ মাহবুব সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
মোঃ ওহিদুল ইসলাম, অফিস সহকারী, ক্যাশ কম্পিউটার মুদ্রাক্ষরিক, অন্তরা মল্লিক, ক্যাশিয়ারসহ বাঁশখালীতে
কর্মরত ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বাঁশখালী থানার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অতিথিরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বিভিন্ন শিক্ষার্থীদের উপস্থাপন কৃত নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞান মেলায় বাঁশখালীর বিভিন্ন কলেজ ও স্কুল এর ছাত্র -ছাত্রীরা উপস্থাপন করেছে, তাদের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবন করা বিভিন্ন সামগ্রী।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (সচিব) মোঃ নোমান হোসেন বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে অভিনব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হবে এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে অসামান্য ভূমিকা রাখবে। আজকের খুদে বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের মাধ্যমে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বলেন, এ ধরনের মেলা বিজ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য সহায়ক। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের কোনো বিকল্প নেই।
সহকারী কমিশনার (ভূমি)মোঃ জসিম উদ্দিন বলেন, এ মেলার প্রকৃত উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়ানো। জনগণের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তোলা। শিক্ষার্থীরা যে নতুন নতুন চিন্তা ও উদ্ভাবন নিয়ে এসেছে, তা নিয়ে কাজ করবেন তাঁরা।
মেলায় আগত বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চৌধুরী বলেন, আজকের খুদে বিজ্ঞানী ও উদ্ভাবকদের উদ্ভাবনী চিন্তা এবং বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমেই দেশ পৌঁছে যাবে উন্নতির শিখরে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত