
এন,এম,সজীব স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ একটি ছিনতাই চক্রের দুই নারীসহ ৪ জনকে আটক করে রিমান্ড আবেদনসহ থানা বুধবার ৩০ অক্টোবর দিনাজপুর আদালতে সোপর্দ করেছেন।
ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোরিক্সার মালিক আনারুল ইসলাম বুধবার (৩০ অক্টোবর) বিরামপুর থানায় একটি মামলা করেছেন।
তিনি জানান,গত রবিবার ২৭ অক্টোবর সন্ধায় হাবিবপুর বাজারে সালমা আক্তার পাখি (২৭) নামে এক নারী আনারুলের অটোরিক্সা রিজার্ভ করে নিয়ে ধানঘরা গ্রামে যাওয়ার কথা বলেন। বিরামপুর থেকে দাউদপুর যাওয়ার ছোট পাকা রাস্তা মাছ পথে ধানঘরা ও বেপারীটোলা প্রতিমধ্য রাস্তায় যাওয়া মাত্রই আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন আচমক পথ রোধ করে আনারুলকে বেধড় মারপটি করে বেঁধে রেখে অটোরিক্সা টি ছিনিয়ে নিয়ে যায়।
এঘটনায় মামলার পর পুলিশ তৎপর হয়ে ওঠে এবং অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক এর নির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে সালমা আক্তার পাখি,জহুরা খাতুন ও তার স্বামী মোশারফ হোসেন লুৎফর এবং আব্দুল আলিম নামে ৪ জনকে আটক করেন।
থানার ওসি মমতাজুল হক বলেন,আটকৃত আসামীদের রিমান্ড আবেদনসহ বুধবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত