

বাঁশখালীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ হোটেল, ১ ফলের দোকান ও ২ সবজি বিক্রেতা দোকানদারের কাছ থেকে ৪ হাজার টাকা ও ২ হোটেল ও রেস্তোরাঁর কাছ থেকে ৬০ হাজার টাকা সর্ব মোট ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার গুনাগরী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন জানান, অভিযানের সময় সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরকার নির্ধারিত দামে বিক্রি করার জন্য দোকানীদের বলা হয়েছে। বিক্রেতাকে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণসহ সরকারি সকল নিয়ম মানা এবং সর্বোপরি বাজারের পরিচ্ছন্নতার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত