হাবিবুল শিকদার আশিক স্টাফ রিপোর্টার:- আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধ সিসা তৈরির কারখানা চালাচ্ছে।
গোপালগঞ্জ সদরের কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামে প্রায় ২ মাস যাবত মুফতি হাবিবুল্লার জায়গা ভাড়া নিয়ে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মোঃ মহসিন পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সীসা তৈরি করে আসছিল।
সিসা তৈরির কারখানার দুষিত ঝাঁজালো ধোঁয়ায় এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল।
বাজুনিয়া গ্রামের মোঃ আব্দুর রহমান, পাশ্ববর্তী গ্রামের কৃষক সুমন, আব্দুল্লাহ আল মামুন, ইমরান, সজল,শাহাদাৎ হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক আরও অনেকেই জানান এই হাবিবুল্লাহ মাওলানা যায়গায় আগেও আগেও কারখানা করেছিল মহসিন আলী তখন কয়েকটি টি গরু মারা যায়।
এলাকাবাসীর অভিযোগের কারণে ২০২৩ সালে পরিবেশ অধিদপ্তর ও গোপালগঞ্জ জেলা প্রশাসন অবৈধ সিসা তৈরির কারখানাটি উচ্ছেদ করে দেন।
প্রতিদিন রাত ৯.০০ ঘটিকা হইতে ভোর ৬.০০ ঘটিকা পর্যন্ত যখন পুরাতন ব্যাটারীর প্লেট কাঠ কয়লার আগুনে জ্বালিয়ে সিসা তৈরি করে তখন এসিডের দুষিত ঝাঁজালো ধোঁয়ায় আশেপাশের দুই তিন কিলোমিটার এলাকায় বাড়ি ভিতরে থাকা কষ্টকর হয়ে পড়ে চোখ মূখ জ্বালা করে, নিঃস্বাস নিতে অনেক কষ্ট হয়।
তাই এলাকাবাসী গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের অবৈধ সিসা তৈরির কারখানাটির অবগত করেন।
পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ ও জেলা প্রশাসন গত (১৪ অক্টোবর ২০২৪ ইং) অবৈধ সিসা তৈরির কারখানা মালিক মহসিন কে দশ হাজার টাকা জরিমানা করেন ও কারখানা টি উচ্ছেদ করেন।

কিন্তু কারখানা মালিক গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চাকুলী গ্রামের মোঃ মহসিন আলী সরকারি নির্দেশনা অবমাননা করে প্রতিদিন রাতে অবৈধভাবে সিসা তৈরি করছে।
অবৈধ সিসা তৈরির কারখানা মালিক মোঃ মহসিন কে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলে আপনার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছেকিনা?
তিনি বলেন আমাদের কোনো কাগজপত্র নেই কারখানা ১৪ তারিখ ভ্রাম্যমাণ হয়েছে পড়ে বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা মৌখিক অনুমতি দিয়েছে।
এলাকাবাসী অতি দ্রুত এই অবৈধ সিসা তৈরির কারখানাটি উচ্ছেদ করে মালামাল জব্দ করতে ঢাকা বিভাগীয় কমিশনার গোপালগঞ্জ জেলা প্রশাসন সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর সুদৃষ্টি কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত