বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জে ভেজাল সয়াবিন তেল বিক্রির চেষ্টায় তিন জনকে আটক করেছে পুলিশ।
৭/১০/২০২৪ ইং সোমবার সন্ধ্যা ৭.১৫ মিনিটের দিকে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড ভেজাল সোয়াবিন তৈল বিক্রির সময় স্হানীয় লোকজন এদেরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী হাতে তুলে দেয়।
জানা যায়, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের পৌর কাচা বাজারের রানা স্টোর্সে একটি হলুূদ রংয়ের অটো গাড়িতে করে জান্নাত সোয়াবিন তৈল নামের মোড়কে বোতল জাত করা তৈলের ডিলার পরিচয়ে বিক্রি করার সময় সন্দেহ হলে স্হানীয় লোকজনের মাধ্যমে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নম্বর ১২।
আসামিরা হল ভোলার দক্ষিণ আইচা থানার শাহবাজপুর গ্রামের মোঃ ইউসুফ বয়াতী ( ৩৫) পিতা - তোফাজ্জল বয়াতী., ২। মোঃ ইউসুফ হাং ( ২২) পিতা - এনছান হাং, গ্রাম হরদেবপুর,থানা গলাচিপা, পটুয়াখালী,৩। মোঃ আনোয়ার হোসেন হাং (৫০) পিতা- অজ্ঞাত, গ্রাম লোহালিয়া, পটুয়াখালী সদর। এবং এক আসামি পলাতক বলে বাকেরগঞ্জ থানার ওসি ( তদন্ত) মস্তফা জানান।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত