বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের নিজ গ্রাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাইতে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার বিকেলে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপি ও এলাকার সর্বস্তরের মুরুব্বিদের সাথে তামাই স্কুল চত্বরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক হাফেজ শাহিন মল্লিক।
এসময় বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন ও জেলা বিএনপির সদস্য গোলাম হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএনপি কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলীম বলেন, বিগত ১৫ বছরে আমার এলাকায় যা উন্নয়ন হয়েছে তার দ্বিগুণ উন্নয়ন করা হবে বিএনপি ক্ষমতায় গেলে ৫ বছরে। তাই এলাকার স্বার্থে আমার দলের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বিএনপি যেহেতু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী তাই সকল উন্নয়নে দলমতের উর্ধ্বে থেকে কাজ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত