নরসিংদীর পলাশে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় আগুন লেগেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে এ আগুন লাগে বলে জানান স্থানীয়রা।
তারা জানায়, পলাশ ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের দুটি আর নরসিংদীর তিনটি ইউনিটসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিস সূত্রে জানা যায়, ‘এই আগুন আর বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই। আমরা কাজ করছি। আশা করছি, অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। তবে কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনও বলা যাচ্ছে না। কীভাবে আগুন লেগেছে সেটিও বলা যাচ্ছে না।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) আগুন জ্বলছে। কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরি হতো।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত