সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রুপসীতে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী স্থলপাকড়াশী ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। তরুন সমাজ সেবক জাকারিয়া তৌহিদ তমালকে সভাপতি করে ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি গত ১৮ জুলাই অনুমোদন দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যানের আদেশ ক্রমে কলেজ পরিদর্শক মোঃ এনামুল হক।
কমিটির অন্য সদস্যরা হলেন- সদস্য সচিব পদে অধ্যক্ষ শাহ আলম , শিক্ষক সদস্য পদে এ কে এম মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম ও সেলিনা খাতুন, অভিভাবক সদস্য পদে দুলু ভূইয়া, সেলিম শেখ, আব্দুল আজিজ, ইসমাইল হোসেন ও মেরিনা পারভীন।
বুধবার সকালে অত্র প্রতিষ্ঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে এনায়েতপুর প্রেসক্লাবে অনুমোদিত কমিটির অনুলিপি প্রদান করা হয়েছে। এদিকে নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে স্থলপাকড়াশী ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি জাকারিয়া তৌহিদ তমাল জানান, সততা এবং মেধার সমন্বয়ে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার
মানোন্নয়ন, সুষম শিক্ষার পরিবেশ সৃষ্টি করা,
আধুনিক এবং বিজ্ঞানসম্মত পাঠদানে শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং কলেজ শাখাকে এমপিওভুক্তকরণে নিষ্ঠার সাথে কাজ করবো। সর্বোপরি স্থল পাকড়াশী ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমাকে সভাপতির হিসেবে নির্বাচিত করায় শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক সদস্য এবং নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় গ্রামবাসী সহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত