সরকারী রাস্তার উপরে খোয়া ও সিমেন্টের প্রলেপ
সিরাজগঞ্জের তাড়াশে জনবহুল সরকারী রাস্তার উপরে নিজ প্রয়োজনে খোয়ার-সিমেন্টের প্রলেপ দিয়ে ঢালাই করে ব্যাবসা করছেন এক জনপ্রতিনিধি। তাড়াশ-পশ্চিম অবদাবাধ আঞ্চলিক সড়কে (মাদ্রাসা রোড) ভাষানী আমজাদ হোসেনের বাড়ি এলাকায় সরকারী রাস্তায় খোয় ও সিমেন্টের প্রলেপ দিয়ে পাকা করে দোকানের মালামাল লোড আনলোড করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম তাজফুল। জনবহুল রাস্তায় হওয়ায় অন্য যানবহনকে সাইড দিতে ওই পাকার উপরে উঠলে বা চাকার ঘর্ষনে খোয় উঠলেই জনপ্রতিনিধি শরিফুল ইসলাম তাজফুল ও তার লোক জনের হেনস্তার শিকার হতে হয় সাধারণ যানবহন চালকদের। জেলা পরিষদের সদস্য হওয়া প্রতিবাদ করলেই মারধরের শিকারও হতে হচ্ছে।
নাম প্রকাশ না করার একাধিক হেনস্তার শিকার হওয়া ব্যাক্তি জানান, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তা স্বরু হওয়ায় অন্য গাড়িকে সাইড দিতে গেলে তার ঢালাইলের উপরে উঠলেই গাড়ি আটকিয়ে ভাষা খারাপ করেন,অর্থ দাবি করেন নানান ধরনের হেনেস্তা করেন তাজফুল ও তার লোক জন। যেহেতু সরকারী রাস্তা যাতায়াতের জন্য সরকার করেছেন । কিন্তু সরকারী রাস্তায় তাজফুল নিজের ব্যবসার সুবিধার জন্য সরকারী রাস্তার জায়গা আটকিয়ে তিনি তার রড-সিমেন্টের লোড আনলোড করছেন। আমরা চাই সরকারী রাস্তা যাতায়াতের জন্য ব্যবহৃত হোক নিজস্ব ব্যবসা পরিচালনার করার জন্য না।
এ বিষয়ে মুঠোফোনে সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম তাজফুল সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
তাড়াশ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বাবু তালুকদার জানান, এমন কেউ কোন অভিযোগ করে নি। তবে সরকারী রাস্তায় ঢালাই করে নিজ কাজে ব্যবহার করার সুযোগ নেই। ঘটনাস্থল পরিদর্শন করে তাদের বলে দিব যাতে মানুষের সাথে খারাপ ব্যবহার না করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত