নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মহেশপুর সরকারপাড়া গ্রামের কালাম সর্দারের ছেলে দিপু (১২) ও স্বপনের ছেলে জয় (১০)। এখনও নিখোঁজ কালাম সর্দারের আরেক ছেলে অপু (১০)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, দুপুরে চার শিশু একসাথে পদ্মা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে খালিদ নামে এক শিশু উঠে আসতে পারলেও বাকি ৩ শিশু নদীর পানিতে তলিয়ে যায়। পরে খালিদের শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস যৌথভাবে তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এরই এক পর্যায়ে বিকেলে দিপু ও জয়ের মরদেহ উদ্ধার করা হয়। এখনো অপু নামে আরেক শিশুর মরদেহ উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত