সিরাজগঞ্জ শহরের মধ্যে প্রবাহিত কাটাখালে গোসল করতে নেমে নোমান আহমেদ নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়। নিখোঁজের ৫ঘন্টা পর মরদহে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দল। সোমবার দুপুরের দিকে বাহিরগোলা কাটাখাল নদীতে এ ঘটনা ঘটে। নিখোজ রোমান আহমেদ শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার মুন্নু সেখের ছেলে ও শহরের সবুজ কানন স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।
স্থানীয় বাসিন্দা অনিক তালুকদার ও সাগর জানান, দুপুরে কাটাখাল নদীর নির্মানাধীন ব্রীজের কাছে ৪-৫জন ছেলে গোসল করতে নামে। এ সময় নোমান পানির মধ্যে নিখোঁজ হয়ে যায়। নিখোজের পর থেকে স্থানীয় বাসিন্দাসহ ফায়ার সার্ভিস কর্মীরা খোঁজা শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পাচঁ ঘন্টা পর ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দল তল্লাশি চালিয়ে খাল েেথকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় স্কুলে ছাত্রের স্বজন ও সহপাটিদের মাঝে শোকের ছায়া নেমেছে এসেছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত