বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৯ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ ১৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। আর ১২ জুন গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ ছিল ১৯ দশমিক ২১ বিলিয়ন। এ সময়ে গ্রস রিজার্ভ বেড়েছে ২৬ কোটি ডলার এবং নিট রিজার্ভ বেড়েছে ৩১ কোটি ৮২ লাখ ডলার। ২০২১ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারে। কিন্তু সেটি চার মাসও টিকেনি।
রপ্তানি আয় কমার পরও ঈদ উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বেড়েছে। ঈদের আগে জুনের প্রথম ১৪ দিনে ১৯ হাজার ৪৩২ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসীরা। এদিকে চলতি মাসের শেষ দিকে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থ বাবদ ১১৫ কোটি ডলার পাওয়া যেতে পারে, তখন রিজার্ভ আরও বাড়বে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত