প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৪, ৭:২৩ পি.এম
উল্লাপাড়ায় শত্রুতার জেরে কৃষকের ফসল কেটে বিনষ্ট : থানায় অভিযোগ
![]()
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কৃষকের জমির পাট, তিল ও কাঁঠাল কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে দুবৃত্তরা। গত বৃহস্পতিবার উপজেলার নগর কয়ড়া গ্রামের কৃষক আব্দুল করিম সরদারের দেড় বিঘা জমির পাট, তিল গাছ সহ ৫০টি কাঁঠাল কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এব্যাপারে ৫ ব্যক্তিকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে কৃষক করিম।
অভিযুক্তরা হলো - উপজেলার নগর কয়ড়া গ্রামের মৃত ফসির উদ্দিন সরদারের ছেলে মোঃ শহীদ সরদার (৫৫), শহিদ সরদারের ছেলে রফিক (২৫), শহীদ সরদারের স্ত্রী আঙ্গুরা খাতুন (৫০), ইসমাইল হোসেনের স্ত্রী রওশনয়ারা (৪০), রফিক সরদারের স্ত্রী আনোয়ারা খাতুন (২২)।
সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল করিম অভিযোগ করে জানান, পুর্ব বিরোধ ও মামলার জের ধরে অভিযুক্ত আসামিরা বসতবাড়ির ৫০ টি কাঁঠাল, দুইটি পাট ক্ষেতের রোপনকৃত পাট ও তিল ক্ষেতের তিল গাছ কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এমন কি প্রতিবাদ করিলে মারপিট করিয়া খুন জখম করে জমিজমা বেদখল দেওয়ার হুমকি দিয়ে চলেছে।
উল্লাপাড়া মডেল থানার উপ সহকারী পরিদর্শক মোঃ তারা মিয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩