নাটোরের সিংড়ায় কসমস এনজিও সংস্থার আয়োজনে ও সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স এর সহযোগিতায় অসংক্রামক রোগ প্রতিরোধে শরীর চর্চা ও কায়িক প্ররিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ ও গাইড লাইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে সিংড়া পৌরসভার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
কসমস উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মেহনাজ পারভীন মালার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আলহাজ্ব আ: মতিন, প্রশাসনিক কর্মকর্তা বিনায়ক চক্রবর্তী সহ কাউন্সিলরবৃন্দ।
সভায় বক্তারা নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষণাবেক্ষণ, শিক্ষা, খেলাধূলা ও চিত্তবিনোদন, আমোদ প্রমোদ এবং সাংস্কৃতিক সুযোগ সৃষ্টি ও প্রসারে সহায়তা, পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নে পৌরসভা নিজেস্ব বাজেটে খাত অর্ন্তভূক্ত করার বিধান রয়েছে। শরীরচর্চা, স্বাস্থ্য উন্নয়ন, ডায়বেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত সহ পৌরসভার জনসাধারনকে স্বাস্থ্য সচেতন করতে উন্মুক্ত খেলার মাঠ, পার্ক এবং খোলা জায়গার রক্ষণাবেক্ষণ এর জন্য চলতি অর্থ ২০২৪-২০২৫ বছরের বাজেট খাতে বাজেট বরাদ্ধ বিষয়ে তুলে ধরেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সহকারী বার্তা সম্পাদক বি এম আবুল হাসনাত