সুনামগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ সহ আটক-১
মঙ্গল বার সকালে ডিবি-পুলিশের একটি চৌকশটিম এস আই ওয়াসিম, এ এস আই নুরুন্নবী,এ এস আই নজরুল ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ সহ বিশ্বম্বরপুর উপজেলার রতারগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে মানিক মিয়া কে আটক করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি-র ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে আব্দুজ জহুর ব্রিজের পাশে আম্বরআলী পয়েন্ট হতে স্কুলব্যাগে বহন করে নিয়ে আসা ভারতীয় ২৪ বোতল অফিসার চয়েস মদ সহ মানিক কে আটক করা হয়।আটক নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ ডিবি-ওসি আমিনুল হক জানান মাদকের বিরোদ্ধে পুলিশের জিরোট্রলারেন্স কার্যক্রমের অংশ বিশেষ মাদক নির্মুলে কাজ করছে পুলিশ আটককৃত মানিক মিয়া স্কুলব্যাগে বহন করে নিয়ে আসা ভারতীয় অফিসার চয়েস মদ সহ গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরোদ্ধে মামলার প্রস্তোতি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩