সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৮১ কেজি গাজা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা । বুধবার বিকেলে তাড়াশ থানাধীন সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ৫টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫২৫ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, রাজশাহী জেলার কর্ণহার থানার রড়মত্তপাড়া গ্রামের বাবর আলীর ছেলে মাইনুল ইসলাম(২৯), একই জেলার ও থানার বেজোড়া গ্রামের আব্দুল গফ্ফার আলীর ছেলে ফারুক হোসেন(২৮) ও কর্ণহার গ্রামের সাইদুল ইসলামের ছেলে জুবাইর ইসলাম(২০)। র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মোঃ উসমান গনি বৃহস্পতিবার প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে গাজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাসহ তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মামলা দায়েরের পর আসামীদের হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/