দিনাজপুরের খানসামা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম।
শুক্রবার (১২ জুলাই) জুমার নামাজ শেষে পাকেরহাট কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ওসি।
এসময় ওসি মোজাহারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, অনেকে চাকুরী ও জমি কিনতে গিয়ে প্রতারণার স্বীকার হয়ে নিজের শেষ সম্বল হারাচ্ছেন। তাই প্রতারকদের বিষয়ে সজাগ থাকতে হবে এবং বাল্যবিবাহ, মাদক ও জুয়া প্রতিরোধ পরিবার থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে যেন সমাজের এসম মরণ ব্যাধি চিরতরে বন্ধ হয়ে যায়। তিনি আরো বলেন, যেকোনো প্রয়োজনে সরাসরি কিংবা ফোনে ওসির সাথে যোগাযোগ বা ৯৯৯ ফোন দেওয়ার আহ্বান জানান।
https://slotbet.online/